দুর্গাপুর দর্পণ, ১৩ মে ২০২৪: ভোট শেষে ফের উত্তপ্ত দুর্গাপুর। অভিযোগ, ভোট পর্বের শেষে নেপালিপাড়া হিন্দি হাইস্কুলে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল দুষ্কৃতীরা। যাকে কেন্দ্র উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে দুর্গাপুরের কোকওভেন থানা ঘেরাও করে বিক্ষোভ চালাচ্ছে বিজেপি কর্মীরা।
এদিন দফায় দফায় তৃণমূল বিজেপির সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পরে দুর্গাপুরের নানা প্রান্তে। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা দুর্গাপুরের কোকওভেন থানা ঘেরাও করে। শুরু হয় বিক্ষোভ। তাদের দাবি, তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। নইলে এই বিক্ষোভ চলবে। চন্দ্রশেখর জানিয়েছেন, এদিন ভোট মিটতেই নেপালিপাড়া হিন্দি হাইস্কুলে তাদের কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল দুষ্কৃতীরা। বিজেপি কর্মীদের আটকে রাখা হয়। পুলিশের সামনেই বিজেপি কর্মীদের মারধরেরও অভিযোগ উঠেছে। এক পুলিশ কর্মীকে সাসপেন্ড ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে কোকওভেন থানার সামনে বসে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। চরম উত্তেজনা থানা চত্বরে।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।