ভূমিকম্পে ধূলিসাৎ নেপাল-তিব্বতের বিস্তীর্ণ এলাকা
দুর্গাপুর দর্পণ ডেস্ক: ভূমিকম্পে ধূলিসাৎ নেপাল-তিব্বতের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সকালে প্রথমে রিখটার স্কেলে ৭.১ মাত্রায় কেঁপে ওঠে নেপাল-তিব্বত সীমান্ত। এরপর ৬ বার আফটারশক হয়। বাড়ি ঘর ভেঙে পড়েছে। অনেকের মৃত্যু হয়েছে। অনেকে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই ৩২ জনের মৃত্যু হয়েছে বলে চিনা সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে দিল্লি-সহ গোটা উত্তর ভারত কেঁপে ওঠে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

ভূমিকম্পে ধূলিসাৎ নেপাল-তিব্বতের বিস্তীর্ণ এলাকা
শুরু হয়েছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই ৩২ জনের মৃত্যু হয়েছে বলে চিনা সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে দিল্লি-সহ গোটা উত্তর ভারত কেঁপে ওঠে।
Published By
Arpita Majumder
Durgapur Darpan


