ভূমিকম্প! দুর্গাপুরেও টের পাওয়া গেল কম্পন
আতঙ্কিত হয়ে পড়েন বহুতলে থাকা কেউ কেউ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার সকাল ১০টার কিছু পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে টের পাওয়া গেল কম্পন। জানা গিয়েছে, বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। কম্পন টের পাওয়া গিয়েছে রাজ্যের প্রায় সর্বত্র। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিভিন্ন বহুতলের বাসিন্দারাও একাধিক বার কম্পন টের পেয়েছেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
তাঁরা জানিয়েছেন, কয়েক সেকেন্ড ধরে চলে কম্পন। দেওয়ালে ঠেস দিয়ে বসে থাকার সময় আচমকা হালকা দুলে উঠেছেন কেউ কেউ। প্রথমে ভেবেছিলেন মনের ভুল। শীতকালে পাখা বন্ধ থাকায় কেউ কেউ ঘরের মধ্যে মাথার উপরে পাখা দুলতে দেখেন। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। পরে সংবাদমাধ্যম থেকে জানতে পারেন ভূমিকম্প হয়েছে। প্রাথমিক ভাবে এখনও পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


