দুর্গাপুরে প্রায় ১২ লক্ষ টাকার বিদ্যুতের কেবল এবং সরঞ্জাম চুরি, বমাল ধৃত ৩

দুর্গাপুরে প্রায় ১২ লক্ষ টাকার বিদ্যুতের কেবল এবং সরঞ্জাম চুরি, বমাল ধৃত ৩
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে প্রায় ১২ লক্ষ টাকার বিদ্যুতের তার এবং সরঞ্জাম চুরির অভিযোগ ওঠে। কোকওভেন থানার পুলিশ তদন্তে নেমে বমাল ৩ জনকে গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের প্রকল্পে ১১কেভি আন্ডারগ্রাউন্ড কেবল পাতার কাজ চলছিল নারায়ণপুর এলাকায়। ১২ জুলাই সেই কেবল চুরি হয়ে যায়।

অভিযোগ পেয়ে তদন্তে নামে কোকওভেন থানার পুলিশ। পুলিশ প্রথমে গাড়ি চালক নীতেশ কুমার যাদবকে গ্রেফতার করে। তার গাড়িতে করে চুরি করা সামগ্রী পাচার করা হয়েছিল হাওড়ার লিলুয়া মালিপাঁচঘোড়া এলাকায়। নীতেশকুমার পুলিশের জেরায় স্বীকার করে সব। তাকে সঙ্গে নিয়ে হাওড়ায় হানা দেয় পুলিশ। অভিযানের সময় হাতেনাতে ধরা পড়ে রীতেশ প্রতাপ সিং নামের এক ব্যক্তি।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

রীতেশকে জেরা করে পুলিশ জানতে পারে, চুরি করা বিদ্যুতের কেবল ও সরঞ্জাম রয়েছে অন্য একজনের কাছে। পুলিশ অনুজ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া বিদ্যুতের কেবল এবং সরঞ্জাম। নীতেশ ও রীতেশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। অনুজকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। বিএনএস ২০২৩-এর ৩০৩ (২) ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হকের নেতৃত্বে তদন্তের দায়িত্বে ছিলেন এসআই রিন্টু মাহাতো। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুরে প্রায় ১২ লক্ষ টাকার বিদ্যুতের তার এবং সরঞ্জাম চুরি, বমাল ধৃত ৩
News
দুর্গাপুরে প্রায় ১২ লক্ষ টাকার বিদ্যুতের তার এবং সরঞ্জাম চুরি, বমাল ধৃত ৩
:
নীতেশকুমার পুলিশের জেরায় স্বীকার করে সব। তাকে সঙ্গে নিয়ে হাওড়ায় হানা দেয় পুলিশ। অভিযানের সময় হাতেনাতে ধরা পড়ে রীতেশ প্রতাপ সিং নামের এক ব্যক্তি।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!