দুর্গাপুর: পুজোর মুখে নকল ব্রান্ডে ছেয়েছে বাজার। বৃহস্পতিবার দুর্গাপুরের বেনাচিতির প্রান্তিকার একটি দোকানে অভিযান চালালো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। দুর্গাপুজোর আগে কেনাকাটার ধুম লেগেছে। এই সুযোগে নকল ব্রান্ডের পোশাক গছিয়ে দিতে ব্যস্ত পোশাকের বেআইনি কারবারীরা। তাই আপনি ব্র্যান্ডেড বলে যে পোশাকটি কিনছেন সেটা আদৌ ব্র্যান্ডেড কী না ত নিয়ে সংশয় থেকেই যাচ্ছে!
বৃহস্পতিবার আচমকা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা দুর্গাপুরের বেনাচিতির প্রান্তিকার একটি দোকানে অভিযান চালিয়ে বহু নকল ব্রান্ডের জিন্স বাজেয়াপ্ত করে আসানসোল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। এএসআই সুমন্ত সাহানা, সুবোধ গড়াই এবং মীনাক্ষী শ্রীবাস্তবের নেতৃত্বে এই অভিযান চলে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
যদিও ওই দোকানের অন্যতম মালিক টিংকু প্রসাদ গুপ্তা জানান, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। আসানসোলে তিনি যার কাছে ওই জিন্সের অর্ডার দিয়েছেন, তিনিই এই নকল ব্রান্ডেড জিন্স পাঠিয়েছেন। তিনি ৬০ হাজার টাকার বিনিময়ে জিন্সগুলি নিয়েছেন। বাজেয়াপ্ত হওয়ায় পুজোর মুখে তাঁর ৬০ হাজার টাকা লোকসান হয়ে গেল। সোমবার আসানসোলে এনফোর্সমেন্ট বিভাগে তাঁকে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।