![durgapur station](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2023/06/durgapur-station.jpeg?fit=706%2C470&ssl=1)
দুর্গাপুর দর্পণ, ১৬ মে ২০২৪: ফ্রেট করিডর তৈরীর জন্য ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে রেললাইনের ধারে বসবাসকারী শত শত পরিবারকে উচ্ছেদ নোটিস দিচ্ছে রেল। ভোটের জন্য মাঝে কিছুদিন সব চুপচাপ ছিল। ভোট মিটতেই ফের উচ্ছেদ নোটিস চলে এল। ২৯ মে এর মধ্যে উঠে যাওয়ার সময়সীমা দেওয়া হয়েছে। চরম বিপাকে হাজার হাজার মানুষ।
দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের আম্বেদকর নগর, সর্বোদয় নগর, বাস স্ট্যান্ড বস্তি, রেল গেট বস্তি সহ স্টেশন সংলগ্ন দোকানগুলিতে মঙ্গলবার বিকেলে নোটিস ধরায় পূর্ব রেলের আসানসোল ডিভিশন। আরপিএফকে সঙ্গে নিয়ে রেলের আধিকারিকরা প্রায় এক হাজার উচ্ছেদের নোটিস বিলি করেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “বৃহত্তর স্বার্থে ডেডিকেটেড ফ্রেট করিডরের জন্য এই জমির প্রয়োজন। সেই জন্য খালি করতে বলা হয়েছে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।