দুর্গাপুর দর্পণ, ১৬ মে ২০২৪: রবীন্দ্রজন্মোৎসব পালন করল ‘সঙ্গীত ও সঙ্গত একাডেমী’। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এই সাংস্কৃতিক সংস্থা ডিএসপি টাউনশিপের স্বপন ব্যানার্জী স্মৃতি মঞ্চে গত ১৪ মে সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত। পুষ্পার্ঘ্য প্রদান করেন দীনবন্ধু বালিয়াল সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সম্মেলক, একক ও দ্বৈত সঙ্গীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন একাডেমী এবং সুর ভবন, সুর দরিয়া, দুর্গাপুর কয়্যার, সাঁই নৃত্যাঙ্গন সংস্থার শিক্ষার্থীরা। একক সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী অশেষ মিত্র, দীনবন্ধু বালিয়াল, মন্দিরা বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা সাহা, মিলি পান্ডা, পাপড়ি চৌধুরী, শিখা পাল এবং একাডেমীর কর্ণধার পাপিয়া চট্টোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সজল দাশগুপ্ত ও জয়া ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন পাপিয়া চট্টোপাধ্যায় এবং দেবাশীষ চট্টোপাধ্যায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।