বেসরকারি ইস্পাত কারখানায় বিস্ফোরণ! জখম ৩, তুমুল বিক্ষোভ স্থানীয়দের

বেসরকারি ইস্পাত কারখানায় বিস্ফোরণ! জখম ৩, তুমুল বিক্ষোভ স্থানীয়দের
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সগড়ভাঙা সংলগ্ন বেসরকারি ইস্পাত কারখানায় বৃহস্পতিবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। জখম হন ৩ শ্রমিক। তাঁদের দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার দাবিতে কারখানার গেটে তুমুল বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে আসে কোকওভেন থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বিকট শব্দ শোনা যায় কারখানা থেকে। তারপরেই ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। স্থানীয়রা জানতে পারেন, কুলিং টাওয়ার ব্লাস্ট হয়েছে। নিরাপত্তার দাবিতে কারখানার গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। আসেন তৃণমূল নেতা স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যেভাবে বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, তাতে আমরা আতঙ্কিত। এলাকার মানুষ আতঙ্কে আছেন। আমরা চাই, প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদ্যোগ নিক।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুরে আইএনটিটিইউসির ১২ জনের কোর কমিটি করা হয়েছে। তাঁরা লুটপাট চালাচ্ছেন সমস্ত কারখানা থেকে। আর, শ্রমিকদের নিরাপত্তা লাটে উঠেছে। সেই নিয়ে কেউ ভাবেন না। সেই জন্যই বারে বারে এই ধরণের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে শ্রমিকদের। এলাকাবাসীরাও দুশ্চিন্তায়।” সিটু নেতা সিদ্ধার্থ বসু কটাক্ষ করে বলেন, “বারে বারে দুর্ঘটনা ঘটছে। বারে বারে বিস্ফোরণ হচ্ছে। শ্রমিকদের নিরাপত্তা কোথায়? নিরাপত্তার জোরদার করতে হবে, এই দাবী করছি।”

যদিও কোর কমিটির সদস্য মানুষ অধিকারী বলেন, “তিনজন আহত হয়েছিল। দু’জনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনের হাতে চোট লেগেছে। তার চিকিৎসা চলছে। আমরা শ্রমিকদের সাথে প্রতিমুহূর্তে রয়েছি।” জানা গিয়েছে, হায়দার শেখ ও দিলীপ যাদবকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন তাপস কারার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
বেসরকারি ইস্পাত কারখানায় বিস্ফোরণ! জখম ২, তুমুল বিক্ষোভ স্থানীয়দের
News
বেসরকারি ইস্পাত কারখানায় বিস্ফোরণ! জখম ২, তুমুল বিক্ষোভ স্থানীয়দের
:
তাঁদের দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার দাবিতে কারখানার গেটে তুমুল বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে আসে কোকওভেন থানার পুলিশ।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!