এগিয়ে থাকতে হবে ফ্যাকাল্টিদের, তবেই এগোবে পড়ুয়ারা

এগিয়ে থাকতে হবে ফ্যাকাল্টিদের, তবেই এগোবে পড়ুয়ারা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: পড়ুয়াদের আগামীর পথচলার দিক নির্দেশ করে থাকেন শিক্ষক-শিক্ষিকারাই । তাই শিক্ষাদানের পদ্ধতি হতে হবে আকর্ষণীয় যাতে পড়ুয়ারা পড়াশোনা করতে বাড়তি তাগিদ অনুভব করে। জাতীয় শিক্ষানীতি ২০২০ তে এ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। পাঠ্যক্রম এবং পাঠদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের দক্ষ করে তুলতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ‘টিচারঅ্যাপ’ নামের একটি বিশেষ অ্যাপও চালু করেছে। 

দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College (BCREC) বরাবর এই বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। ধারাবাহিকভাবে এই কলেজে ফ্যাকাল্টি ডেভলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। এই কর্মসূচীর মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মদক্ষতা, নতুন বিষয়ে কোর্স করানো, প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল করা হয়। কলেজ কর্তৃপক্ষের মতে, শিক্ষক-শিক্ষিকারাই আসল কর্মযোগী, যাঁরা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখান। (BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

কলেজের MCA বিভাগ সম্প্রতি সপ্তাহব্যাপী ফ্যাকাল্টি ডেভলপমেন্ট প্রোগ্রামের (FDP) আয়োজন করেছিল। বলা বাহুল্য, ক্লাসরুম টিচিংয়ের দক্ষতা বৃদ্ধিই এই কর্মসূচীর উদ্দেশ্য। ১৩ জানুয়ারি কর্মসূচীর উদ্বোধন করেন BCREC এর অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার। উপস্থিত ছিলেন MCA বিভাগের প্রধান ড. পবিত্র কুমার দে। পরিবেশ রক্ষার বার্তা দিতে তাঁরা গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। BCREC, Dr. B. C. Roy Academy of Professional Courses, Dr. B. C. Roy College of Pharmacy and Allied Health Sciences এবং Dr. B. C. Roy Polytechnic এর ৩৯ জন ফ্যাকাল্টি-ই উপস্থিত ছিলেন।

সেমিনার হলে ১৩-১৭ জানুয়ারি এই কর্মসূচী আয়োজিত হয়। রিসোর্স পার্সেন হিসাবে উপস্থিত ছিলেন Skillfinity-এর ম্যানেজিং ডিরেক্টর তথা আইআইটি গুয়াহাটির E & ICI Academy-এর সদস্য অঞ্জন চৌধুরী। বাস্তব পরিস্থিতির অভিজ্ঞতার নিরিখে ফ্যাকাল্টিরা যে ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, সেই সমস্ত বিষয় মাথায় রেখে পড়ুয়াদের জন্য উন্নত মানের শিক্ষাদানের বিষয়টি নিশ্চিত করতে মোট ১২টি পর্যায়ে ফ্যাকাল্টিদের প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন BCREC এর IQAC Coordinator ড. সঞ্জয় সেনগুপ্ত। FDP কর্মসূচীর আহ্বায়কের দায়িত্ব পালন করেন MCA বিভাগের প্রধান ড. পবিত্র কুমার দে এবং সহকারী অধ্যাপক পবিত্র পাল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
এগিয়ে থাকতে হবে ফ্যাকাল্টিদের, তবেই এগোবে পড়ুয়ারা
News
এগিয়ে থাকতে হবে ফ্যাকাল্টিদের, তবেই এগোবে পড়ুয়ারা
:
এই কর্মসূচীর মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মদক্ষতা, নতুন বিষয়ে কোর্স করানোর পাশাপাশি, প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল করা হয়।
Published By
Durgapur Darpan

আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!