
দুর্গাপুর দর্পণ, আসানসোল: বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলের পোলো গ্রাউন্ডে হস্তশিল্প মেলায় আগুন লাগে। প্রায় ৮টি দোকান ভস্মীভূত হয়ে যায়। স্টেট এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এই মেলায় আয়োজন করেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মেলা প্রাঙ্গনে। অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দেন দোকানদাররা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
মেলায় ৩০টি দোকান রয়েছে। এদিন দুপুর সোয়া ১ টা নাগাদ আচমকা আগুন লেগে যায়। একটি খাবারের দোকানে প্রথম আগুন লাগে। এরপর আরও ৭টি দোকানে তা ছড়িয়ে পড়ে। রান্নার গ্যাস থেকেই আগুন লেগেছে বলে জানা গিয়েছে। প্রথমে দোকানদাররা মেলার কল থেকে জল নিয়ে আগুন নেভাতে শুরু করেন। খবর পেয়ে আসে পুলিশ। অভিযোগ, আগুন লাগার প্রায় ৪০ মিনিট পরে দমকল পৌঁছায়। মেলার দোকানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রও কাজ করেনি বলে অভিযোগ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
