সুখবর, প্রথম রোবোটিক হেমিকোলেক্টমি সম্পন্ন হল মিশন হাসপাতালে

সুখবর, প্রথম রোবোটিক হেমিকোলেক্টমি সম্পন্ন হল মিশন হাসপাতালে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর মিশন হাসপাতালের জন্য শুক্রবার ছিল অত্যন্ত গৌরবময় এক দিন। ডাঃ অর্ণব চক্রবর্তী তিন ঘন্টারও কম সময়ের মধ্যে প্রথম রোবোটিক হেমিকোলেক্টমি সম্পন্ন করেছেন। ডাঃ বিজিত সাহা, অ্যানেস্থেসিয়া টিম এবং নার্স, টেকনিশিয়ান, প্যারামেডিক সহ অন্যান্যদের সহযোগিতায় ‘দ্য ভিঞ্চি’ রোবট দিয়ে সফল হেমিকোলেক্টমির মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হল এদিন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

প্রসঙ্গত, হেমিকোলেক্টমি হল একটি অস্ত্রোপচার যার মাধ্যমে কোলন ক্যান্সার বা অন্যান্য রোগে আক্রান্ত কোলনের একটি অংশ অপসারণ করা হয়। জানা গিয়েছে, ইউরোলজি, শল্য, হৃদরোগ, গ্যাস্ট্রোএন্টেরোলজি, স্ত্রী রোগ, বক্ষ রোগ, কিডনি, হেড অ্যান্ড নেক, স্তন, কোলন-ক্যানসারের জটিল অস্ত্রোপচারে রোবোটিক সার্জারির প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। দুর্গাপুরের মিশন হাসপাতালে রোবোটিক সার্জারি শুরু হওয়ায় বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের খুব সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
First robotic hemicolectomy performed at Mission Hospital
News
First robotic hemicolectomy performed at Mission Hospital
:
দুর্গাপুর মিশন হাসপাতালের জন্য শুক্রবার ছিল অত্যন্ত গৌরবময় এক দিন। ডাঃ অর্ণব চক্রবর্তী তিন ঘন্টারও কম সময়ের মধ্যে প্রথম রোবোটিক হেমিকোলেক্টমি সম্পন্ন করেছেন।
Published By
Durgapur Darpan

আরও খবর

error: Content is protected !!