সিটি সেন্টারে পাকা ‘ফিস মার্কেট’ তৈরি হয়ে পড়ে রয়েছে বছরের পর বছর, কেন?

সিটি সেন্টারে পাকা ‘ফিস মার্কেট’ তৈরি হয়ে পড়ে রয়েছে বছরের পর বছর, কেন?
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে ডেইলি মার্কেটের পাশে রয়েছে একটি বিশাল ভবন। ঘর রয়েছে ২৭টি। তৈরি করেছে দুর্গাপুর নগর নিগম। ব্যয় হয়েছে ৫০লক্ষ টাকা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সেটি গড়ে তোলা হয়েছে ফিস মার্কেট হিসাবে। কিন্তু বাজারের মাছ ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় ৯ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে ভবনটি। স্থানীয়দের অভিযোগ, সেখানে বসছে মদ, জুয়ার আড্ডা। 

ভবনের পাশে ত্রিপল টাঙিয়ে চলছে মাছ ব্যবসা। বৃষ্টিতে নাজেহাল অবস্থা মাছ ব্যবসায়ীদের। তাঁদের অভিযোগ, প্রায় ৯ বছর আগে দুর্গাপুরের সিটি সেন্টারের ডেইলি মার্কেটে গড়ে ওঠে ভবনটি। একাধিকবার সেই মার্কেট চালুর জন্য নগর নিগমের কাছে আবেদন নিবেদন করেও ফল হয়নি। চরম সমস্যার সম্মুখীন হতে হয় মাছের ব্যবসা করতে। বৃষ্টি হলে ভিজতে হয়। রোদে পুড়তে হয়। দুর্গন্ধ ছড়ায়। সাপ, কুকুরের উপদ্রবও রয়েছে। তাঁদের দাবি, দ্রুত এই মার্কেটটি চালু হোক।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

মাছ ব্যবসায়ী সুজিত গড়াই বলেন, “আমাদের চরম সমস্যার মধ্যে মাছের ব্যবসা করতে হয়। দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষকে আমরা অনেকবার আবেদন করেছি এই মার্কেটটি চালু করার জন্য। আজ পর্যন্ত চালু হয়নি। প্রতিবারই আশ্বাস দেওয়া হয় কিছুদিনের মধ্যে চালু হবে। তাই আমাদের এই ভাবেই ত্রিপল টাঙিয়ে ব্যবসা করতে হয়।” প্রাক্তন বরো চেয়ারম্যান তথা বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “স্বচ্ছতা নেই। সেজন্য এই পরিস্থিতি। এর দায় সম্পূর্ণ নগর নিগমের কমিশনারকে নিতে হবে। দ্রুত এই মার্কেট কীভাবে তৈরি হয়েছিল, এখনও কেন চালু হল না, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।”

দ্রুত ফিস মার্কেট চালু করার আশ্বাস দিয়েছেন প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনি বলেন, “এই মার্কেটটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। এই মার্কেটে কাকে কাকে ঘর দেওয়া হবে, কত টাকা সেলামি দিতে হবে সেই সব বিষয়ে বৈঠক হচ্ছে। তবে দ্রুত এটি চালু হয়ে যাবে। আজকের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। ‘আহারে মৎস্য, বাহারে মৎস্য’ নামকরণ করা হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!