দুর্গাপুর: দুর্গাপুরের পাঁচ বছরের শ্রিয়া গড়াই ছিনিয়ে নিল মিস ইন্ডিয়া রানার্সের খেতাব। যে বয়সে শিশুরা ঠিকমতো হাঁটতে ও কথা বলতে শেখে। সেখানে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এমন সাফল্যে উদ্বেলিত পরিবার-পরিজন। গর্বিত দুর্গাপুর। দুর্গাপুরের বিধাননগরের অভিজিৎ গড়াই এবং পম্পি গড়াইয়ের একমাত্র মেয়ে শ্রেয়া। দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণীর পড়ুয়া।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ইন্দোরে ৩-৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় জুনিয়র মিস ইন্ডিয়ার চূড়ান্ত পর্যায়। সর্বকনিষ্ঠ রানার্সের খেতাব জিতেছে শ্রিয়া। দেশের ২৫টি রাজ্যের ৪০টি শহরে অডিশন নেওয়া হয়েছিল। এরপর ৫ থেকে ৭ বছর বয়সী ৩০ জন চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়। যার মধ্যে ছিল দুর্গাপুরের ছোট্ট শ্রিয়াও। র্যাম্প শোতে হেঁটে দুর্গাপুরের মুকুটে যোগ করার মতো আরও একটি পালক নিয়ে ফিরে এসেছে শ্রিয়া। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।