দুর্গাপুর দর্পণ ডেস্ক: জিনাতের পুরুষসঙ্গীকে নিয়ে হিমসিম বন দফতর। জিনাতের গলায় রেডিও কলার ছিল। তাই সে কোথায় যাচ্ছে কী করছে মোটামুটিভাবে সবই জানা যাচ্ছিল। কিন্তু তার পুরুষসঙ্গী এই রয়্যাল বেঙ্গল টাইগারের গলায় রেডিও কলার নেই। ফলে তার গতিবিধি টের পেতে চরম সমস্যায় পড়তে হচ্ছে বন দফতরকে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পারিপার্শ্বিক তথ্য যাচাই করে তার গতিবিধি সম্পর্কে ধারণা তৈরি করতে হচ্ছে বন দফতরকে। তবে আপাতত সে যে দলমার দিকে গিয়েছে, সে বিষয়ে নিশ্চিত বন দফতর। জানা যাচ্ছে, সোমবার ভোর রাতে ৩৩ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে টোল প্লাজা পার হয়ে চলে গিয়েছে দলমার দিকে। পুরুলিয়া বন দফতরের পাশাপাশি কড়া নজরদারি চালাচ্ছে ঝাড়খন্ডের বন বিভাগও। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।