দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলরের গাড়ি ভাঙচুর, চাঞ্চল্য এলাকায়

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রাক্তন কাউন্সিলরের গাড়ি ভাঙচুর। ব্যাপক চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডে। নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি সপরিবারে থাকেন এবিএল টাউনশিপে। তাঁর ছেলের নামে একটি চার চাকার গাড়ি রয়েছে। সেই গাড়িটি তিনিও ব্যবহার করেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মঙ্গলবার রাতে গাড়ির পিছনের কাচ এবং লুকিং গ্লাস ভাঙচুর করা হয়। বুধবার সকালে এই ঘটনা নজরে আসতে চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকা জুড়ে। বুধবার বিকেলে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপেনবাবু। তিনি বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের গাড়িটি ভাঙচুর চালানো হয়েছে। এই কাজ দুষ্কৃতীদের। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এবিএল কারখানার অধীনস্থ টাউনশিপ হওয়ায় কারখানা কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানিয়েছি। যারা এই ঘটনা ঘটালো তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
