জম্মুতে ধসে আটকে পড়েছেন দুর্গাপুরের ৪ জন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৈষ্ণোদেবী দর্শন করে ফেরার পথে জম্মু স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে ধসে আটকে গিয়েছেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ৪ জন বাসিন্দা। তাঁদের মধ্যে ৩ জন সিটি সেন্টারের এবং ১ জন ডিএসপি টাউনশিপের বি-জোনের তিলক রোডের বাসিন্দা। আটকে থাকা সিটি সেন্টারের বাসিন্দা সঞ্জয় চক্রবর্তী জানান, উদ্ধার কাজ শুরু হয়নি। তুমুল বৃষ্টি পড়ছে। নেটওয়ার্কের সমস্যার জন্য ফোনেও সেভাবে যোগাযোগ করতে পারছেন না।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আটকে থাকা দুর্গাপুরের বাকি তিনজন হলেন পিন্টু সিংহ, প্রদীপ কুমার প্রামানিক, সুশান্ত ঘোষ। প্রসঙ্গত, গত তিন দিন ধরে জম্মু-কাশ্মীরে বৃষ্টি হচ্ছে। তার জেরে কোথাও কোথাও হড়পা বান, কোথাও আবার ধস নেমেছে। ভারী বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধস নামায় পাঁচ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অনেকে। অর্ধকুঁয়ারীতে মঙ্গলবার দুপুরে ধস নামে। বড় বড় পাথর, বোল্ডার নেমে আসতে থাকে। ধসের নীচে চাপা পড়ে প্রায় ১৪ জন জখম হয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
