রোবোটিক সার্জারি করে পিত্তথলির পাথর বের করা হল মিশন হাসপাতালে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রোবোটিক সার্জারি করে পিত্তথলির পাথর বের করা হল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মিশন হাসপাতালে। পুরুলিয়ার বছর ৪২ এর রাজীব লোচন মাজির পিত্তথলিতে পাথর ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়ে দেন, অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচারের কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন রাজীব লোচন। মিশন হাসপাতালের মিনিমাল অ্যাক্সেস এবং রোবোটিক সার্জারির কনসালটেন্ট চিকিৎসক ডাঃ আশীষ কৃষ্ণের সঙ্গে তিনি যোগাযোগ করেন।
চিকিৎসক তাঁকে দ্য ভিঞ্চি একাদশ রোবোটিক সিস্টেম (Da Vinci XI Robotic System) ব্যবহার করে রোবটের সাহায্যে পিত্তথলির পাথর অপসারণ করার পরামর্শ দেন। এই অত্যাধুনিক প্রযুক্তিতে অস্ত্রোপচার হয় আরও নিখুঁত। তাছাড়া, ন্যূনতম রক্তক্ষরণ হয়। আশেপাশের টিস্যু ক্ষতিগ্রস্ত হয় না। ফলে অস্ত্রোপচারের পরে খুব দ্রুত রোগী সুস্থ হয়ে ওঠেন। রাজীব লোচন অস্ত্রোপচারের পরে সেই দিনই সন্ধ্যায় হাঁটাচলা করতে শুরু করেন। পরদিন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ডাঃ আশীষ কৃষ্ণ বলেন, রাজীব লোচনের এত দ্রুত সুস্থ হয়ে ওঠা এটা প্রমাণ করে যে রোবোটিক সার্জারি কত রোগী সহায়ক, কত নিরাপদ। কার্যত ব্যথাহীন একটি পদ্ধতি। রাজীব লোচন বলেন, “আমি কখনও কল্পনাও করিনি যে অস্ত্রোপচারের পরে আমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। আমি ডাঃ আশীষ কৃষ্ণ এবং মিশন হাসপাতালের পুরো টিমকে তাদের যত্ন এবং দক্ষতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

