
দুর্গাপুর দর্পণ, নলহাটি: বীরভূমের (Birbhum) নওয়াপাড়া গ্রামের কাছে বাদশাহী রোডে উল্টে গেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার। ট্যাঙ্কার থেকে গ্যাস বের হতে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বীরভূম-মুর্শিদাবাদ লাগোয়া নওয়াপাড়া গ্রামে এই ঘটনার খবর পেয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পানাগড় থেকে হিন্দুস্থান পেট্রোলিয়ামের একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার বাদশাহী রোড ধরে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। গ্যাস বের হতে শুরু করে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ ও দমকল। সেখান দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলের কাছাকাছি থাকা বাসিন্দাদের নিরাপদ দুরত্বে সরিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় পানাগড় গ্যাস বটলিং প্লান্টে। সেখান থেকে আধিকারিকেরা এসে গ্যাস বের হওয়া বন্ধ করে ট্যাঙ্কারটিকে তোলার ব্যবস্থা করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
