দুর্গাপুর দর্পণ, ৩১ মে ২০২৪: টিউশন থেকে ফেরার পথে বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে গেল এক কিশোরী। বাঁকুড়ার (Bankura) জয়পুর ব্লকের চাতরার মোড় সংলগ্ন এলাকার ঘটনা। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা রাস্তায় দেহ ফেলে বিক্ষোভ দেখান। পুলিশ বিক্ষোভ তুলতে এলে ধস্তাধস্তি হয়। মৃত কিশোরীর নাম শ্রাবন্তী মণ্ডল। বয়স ১৭। একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে।
শুক্রবার সকালে চাতরা মোড়ে টিউশন পড়তে গিয়েছিল শ্রাবন্তী। বাড়ি ফেরার সময় পিছন থেকে বালি বোঝাই একটি লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় দেহ ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। লরিটিকে আটক করেছে জয়পুর থানার পুলিশ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।