Gold Snatching. রাস্তায় বেরোনোর উপায় নেই মহিলাদের, গলার হার ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে দুষ্কৃতীরা, অবশেষে ধরা পড়ল পান্ডা
দুর্গাপুর দর্পণ, ২২ জুন ২০২৪: রাস্তায় বেরোনোর উপায় নেই মহিলাদের। কখন বাইকে করে আসবে দুষ্কৃতীরা। লোভী চিলের মতো ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে যাবে গলার সোনার হার। জানতে জানতেই পগাড় পার ওরা। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে এমন ঘটনা হামেশাই ঘটে থাকে। এমনকি মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়েও পথ চলতি মহিলাদের গলার হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শিল্প শহর দুর্গাপুরে। দুষ্কৃতীদের ধরতে পুলিশ হিমসিম খাচ্ছে গত কয়েক বছর ধরেই। অবশেষে মিলেছে আশার আলো। ঝাড়খন্ডের বোকারো থেকে গ্রেফতার করা হয়েছে শাহাদাত আনসারি নামে একজনকে। পুলিশের দাবি, এই শাহাদাত হল শহর জুড়ে হার ছিনতাই চক্রের পান্ডা। একে জেরা করে চক্রের বাকিদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভরা বাজার থেকে হোক বা ফাঁকা রাস্তা, মহিলাদের গলার সোনার হার ছিনতাইয়ের ঘটনা লেগেই ছিল শহরে। বাড়ি থেকে সোনার গয়না পরে বেরোনোই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল তাঁদের কাছে। গত ১০ মার্চ আমরাইয়ের কাছে এসএনব্যানার্জি সংলগ্ন রাস্তার পাশে স্কুটি থামিয়ে ফোনে কথা বলছিলেন কান্ডেশ্বর এলাকার মহিলা মৌমিতা ব্যানার্জি। বাইকে করে দুই দুষ্কৃতী প্রচন্ড গতিতে এসে তার গলার সোনার হার ছিঁড়ে নিয়ে চলে যায়। তার কিছুদিন পরেই সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ এলাকা থেকেও মাথায় বন্দুক ঠেকিয়ে প্রৌঢ়া নীলিমা চক্রবর্তীর হার ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ। তদন্তে উঠে আসে ঝাড়খণ্ডের বোকারোর শাহদাদ আনসারী নামের এক দুষ্কৃতীর নাম। যার নামে ঝাড়খন্ডের বিভিন্ন থানায় অপরাধমূলক কাজের নানা অভিযোগ দায়ের হয়েছে। জানা যায়, দুর্গাপুরে হার ছিনতাই এই চক্র সে চালাত। দুর্গাপুর পুলিশের একটি দল হানা দেয় ঝাড়খণ্ডের বোকারোয়। বোকারো পুলিশের সহযোগিতায় শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় ওই যুবককে। ঝাড়খন্ড থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। তাকে হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পুলিশ। এই চক্রের পিছনে কতজন জড়িত রয়েছে, কতগুলি সোনার হার এখন পর্যন্ত ছিনতাই করেছে, পুলিশ তাকে জেরা করে সব তথ্য জোগাড় করার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, চক্রের বাকিদেরও দ্রুত গ্রেফতার করে উদ্ধার করার চেষ্টা করা হবে চুরি যাওয়া গয়নাগুলি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।