দুর্গাপুর দর্পণ ডেস্ক: সরকারি হাসপাতালের ডাক্তারদের নিয়ে কড়া নির্দেশিকা জারি করল সরকার। টানা আট ঘন্টা হাসপাতালে কাজ করতেই হবে। সকাল নটা থেকে বিকেল চারটে পযর্ন্ত প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। এমনকি প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে শুধুমাত্র নন-প্র্যাকিটিসিং অ্যালাওয়েন্স না নিলেই চলবে না, নিতে হবে স্বাস্থ্য অধিকর্তা কিংবা স্বাস্থ্য–শিক্ষা অধিকর্তার নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)। প্রাইভেট প্রাকটিশ করতে হবে কর্মক্ষেত্রের ২০ কিমির মধ্যে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সোমবার সরকারি ডাক্তারদের নিয়ে এমন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। যথেচ্ছ প্রাইভেট প্র্যাকটিসে লাগাম টানতেই এই উদ্যোগ, এমনটাই মনে করা হচ্ছে। এতদিন কলকাতা থেকে বহু দূরের জেলায় কর্মরত সরকারি ডাক্তারদের অনেকে কলকাতায় এসে প্রাইভেট প্রাকটিশ করতেন। এর জেরে সরকারি হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠত মাঝে মাঝে। নতুন নির্দেশিকায় তা আর সম্ভব হবে না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।