পুজোর আগে দুর্গাপুরে শুরু হল সরকারি তাঁতবস্ত্র মেলা

নায্য মূল্যে পছন্দের তাঁতের শাড়ি কেনার সুযোগ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পুজোর আগে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে শুরু হল সরকারি তাঁতবস্ত্র মেলা। পলাশডিহা হাট চত্বরে বুধবার বিকেলে উদ্বোধন হল পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME) দফচরের আয়োজিত জেলা হস্ত তাঁত ও তাঁত-ভিত্তিক হস্তশিল্প মেলার। এই মেলা চলবে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত। এই মেলায় রাজ্যের নানা প্রান্ত থেকে আগত তাঁত শিল্পীরা তাঁদের হাতে তৈরি তাঁতের শাড়ি, চাদর, পাঞ্জাবি, দুপাট্টা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে উপস্থিত হয়েছেন। বালুচরি, ধনেখালি, জামদানি, তাঁত কাঁথার নিপুণ কাজ দর্শনার্থীদের নজর কাড়ছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নামবলাম এস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত ,দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল, প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি প্রমুখ। এদিন কিছু ছাত্র ছাত্রীকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
