দুর্গাপুর: প্রায় ৫০ বছরের পুরনো ‘গ্রেনেড’ মিলল অজয় নদের পাড়ে। নিষ্ক্রিয় করল প্রতিরক্ষা বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার কাঁকসার বিদবিহারের রাউথডিহিতে অজয় নদের পাড়ে গ্রেনেড পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মলানদিঘী ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে গ্রেনেডটিকে নজরদারির মধ্যে রেখে খবর দেয় প্রতিরক্ষা বিভাগে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সোমবার প্রতিরক্ষা বিভাগের একটি দল সেই গ্রেনেডটি উদ্ধার করে। তারপরে অজয় নদের পাড়ে সেনাবাহিনীদের তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করা হয় গ্রেনেডটি। মেজর (৩১ এফএডি) সম্রাট ঘোষ বলেন, “আমরা খবর পেয়ে গ্রেনেডটি অজয় নদের চর থেকে উদ্ধার করি। তারপরে এটি নিষ্ক্রিয় করা হয়।” জানা গিয়েছে গ্রেনেডটি ১৯৭৬ সালের। গ্রেনেডটি কিভাবে সেখানে এল তদন্ত করে দেখছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )।