দুর্গাপুরে বধূ ও এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গাছের ডাল থেকে ঝুলছে এক বধূ ও এক যুবকের দেহ। চাঞ্চল্যকর এই দৃশ্য দেখা গেল দুর্গাপুর থানার বসুন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গলে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয়রা গরু চরাতে গিয়ে দুজনের ঝুলন্ত দেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ পৌঁছায় সেখানে। গাছের ডাল থেকে দড়ি কেটে নামানো হয় দুজনের দেহ। এখনও পর্যন্ত দু’জনেরই নাম পরিচয় জানা যায়নি। কী কারনে মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
Highlight

News
দুর্গাপুরে বধূ ও এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
:গাছের ডাল থেকে ঝুলছে এক বধূ ও এক যুবকের দেহ। চাঞ্চল্যকর এই দৃশ্য দেখা গেল দুর্গাপুর থানার বসুন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গলে।
Published By
Arpita Majumder
Durgapur Darpan
