পুনর্বাসনের দাবিতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ঘেরাও করে বিক্ষোভ হকারদের
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ জুলাই ২০২৪: পুনর্বাসনের দাবিতে হকারদের বিক্ষোভ। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর শহরের সিটি সেন্টার এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ)কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান হকাররা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তাঁরা জানান, সরকারি জমিতে থাকার জন্য তাঁদের দোকানগুলি ভেঙে দেওয়া হয়েছে। তাঁদের রোজগার বন্ধ হয়ে গিয়েছে। কিভাবে সংসার চলবে তাঁরা জানেন না। তাই পুনর্বাসনের দাবি তুলছেন। বিক্ষোভকারী অখিল সিং বলেন, “আমাদের একটাই দাবি, পুনর্বাসন দেওয়া হোক।” সরকারি জমি দখল করে গাড়ি কেনাবেচার পার্কিং, সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে গান্ধী মোড় পর্যন্ত যে দোকানগুলি রয়েছে সরকারি জায়গায়, সেগুলি ভাঙার দাবি জানান তাঁরা। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।