পাকিস্তানের পতাকায় গুলি করে, আগুন দিয়ে দুর্গাপুরে বিক্ষোভ হিন্দু সুরক্ষা মঞ্চের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কাশ্মীরে নৃশংস জঙ্গি হামলার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে পথে নামল বিশ্ব হিন্দু সুরক্ষা মঞ্চ। দুর্গাপুরের এসবি মোড়ে পাকিস্তানের জাতীয় পতাকা রাস্তার মধ্যে রেখে প্রতীকি ভাবে ২৬টি গুলি চালানো হয়। এরপরে ২৬ টি পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা আজ বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভে নেমেছি। এইবার বদলা নেওয়ার সময়। পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি তুলছি।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

