জামবাদ কোলিয়ারিতে হুলস্থুল, কোলিয়ারির চানকের কাছে বিরাট বিক্ষোভ
দুর্গাপুর দর্পণ,অন্ডাল,৬ আগস্ট ২০২৪: প্রবল বৃষ্টিতে জলে প্লাবিত হচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভার শংকরপুর কোলিয়ারি এলাকা। জল ঢুকছে এলাকার বাড়িগুলিতে। অভিযোগ, ইসিএল এর জমা আবর্জনা দরুন এই ঘটনা ঘটেছে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা।
জানা গিয়েছে, কোলিয়ারি কর্তৃপক্ষ এলাকার পদ্মাবতী স্থান মন্দির থেকে বেনেডি যাওয়ার প্রধান রাস্তার দুই পাশে মাটি জমা রেখেছিল। পরে সেই জায়গা থেকে মাটি তুলে নেয়। ফলে বিস্তীর্ণ এলাকা খালে পরিণত হয়েছে। রাস্তার দুই পাশে জমেছে জল। বিপদের ঝুঁকি নিয়েই রাস্তায় যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসীরা। মঙ্গলবার অন্ডালের জামবাদ কোলিয়ারীর ৪ নম্বর পিটে বিক্ষোভ ও ধরনা প্রদর্শন করে কোলিয়ারির শ্রমিক সংগঠন এইচএমএস।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
সংশ্লিষ্ট কোলিয়ারির শ্রমিক সংগঠন এইচএমএস এর সভাপতি অজয় পাত্র জানান, বারবার জামবাদ কোলিয়ারি কর্তৃপক্ষকে এই বিষয়ে জানালেও কোন কাজ হচ্ছে না। সেই কারণে আজ শ্রমিক সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ আজ কোলিয়ারির চানকের কাছে ধরনায় বসেন। দ্রুত সমস্যার সমাধান না হলে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন শ্রমিক সংগঠন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।