জনবহুল রাস্তায় স্ত্রীকে এলোপাথাড়ি কোপ, জনতা ধরে ফেলল স্বামীকে, হুলস্থুল দুর্গাপুরে
স্ত্রীর চাকরি করা নিয়ে আপত্তি স্বামীর!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের হরিপুরে জনবহুল রাস্তায় শনিবার সকালে ঘটে গেল হৃদয়বিদারক এক ঘটনা। স্ত্রী চাকরি করছে—এই ‘অপরাধেই’ নাকি স্বামীর ক্ষোভ চরমে পৌঁছেছিল। সেই ক্ষোভ থেকেই প্রকাশ্যে স্কুটি থামিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি ছুরির কোপ বসানোর অভিযোগ উঠছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় প্রবল উত্তেজনা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে সাতটার সময় হরিপুর মোড়ের ব্যস্ত রাস্তায় স্কুটি চালিয়ে যাচ্ছিলেন তরুণী পায়েল গোপ। পিছনে বসেছিলেন তাঁর স্বামী পিন্টু গোপ। আচমকাই পায়েল স্কুটি থামান এবং স্বামীকে নামতে বলেন। শুরু হয় তর্কাতর্কি। পথচারীরা ঘটনার দিকে নজর দিলেও প্রথমে কেউ গুরুত্ব দেননি। কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
অভিযোগ, পিন্টু আচমকাই পকেট থেকে ছুরি বের করে স্ত্রী পায়েলের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। রক্তাক্ত পায়েল রাস্তার ধারে লুটিয়ে পড়তেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা পিন্টুকে ধরে ফেলেন। গুরুতর জখম অবস্থায় পায়েলকে উদ্ধার করে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পায়েলের বাড়ি সিদুলি এলাকায়, আর পিন্টুর বাড়ি ছোড়া গ্রামে। পিন্টু পাণ্ডবেশ্বরের একটি মিষ্টির দোকানে কাজ করেন। সংসারে আর্থিক টানাপোড়েন চলছিল। তাই হরিপুর মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে কাজ নেন পায়েল। কিন্তু স্ত্রী চাকরি করুক—এই বিষয়টি মানতে পারছিলেন না পিন্টু। এই নিয়েই সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। মা চায়না দাসের অভিযোগ, “আমার মেয়ে কাজে যোগ দিয়েছে বলেই জামাই ক্ষেপে ছিল। আজ ইচ্ছে করেই ওকে সঙ্গে নিয়ে বেরিয়েছিল। আগে থেকেই মেয়েকে মারার ছক কষে রেখেছিল, তাই ছুরি সঙ্গে নিয়েছিল।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


