পুজোর মুখে ‘খাম ভরো’ কর্মসূচি কম্পিউটার শিক্ষকদের

পুজোর মুখে ‘খাম ভরো’ কর্মসূচি কম্পিউটার শিক্ষকদের
WhatsApp Group Join Now
Instagram Group Join Now
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে ২০১৩ সাল থেকে আইসিটি স্কুল প্রজেক্টের মাধ্যমে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক নিয়োগ শুরু হয়। এ পর্যন্ত মোট সাত দফায় নিয়োগ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরেই এই শিক্ষকরা সরকারি স্বীকৃতি ও স্থায়ী করার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দাবি মেনে নেন এবং ঘোষণা করেন—প্রথম পাঁচ দফায় নিয়োগপ্রাপ্ত অস্থায়ী কম্পিউটার শিক্ষকরা সরকারি আওতায় আসবেন। তাঁদের বেতন বৃদ্ধি, ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা সহ অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

কিন্তু সমস্যায় রয়েছেন শেষ দুই দফায় নিয়োগপ্রাপ্ত প্রায় ৩৭০০ কম্পিউটার শিক্ষক। তাঁরা প্রায় চার বছর ধরে বিভিন্ন স্কুলে কাজ করলেও এখনও সরকারি সুবিধার বাইরে রয়েছেন। সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার শিক্ষকরা রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের সঙ্গে বৈঠক করে তাঁদের দাবি তুলে ধরেন। শনিবার দুর্গাপুর থেকে তাঁরা ‘খাম ভরো’ কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠান। এ প্রসঙ্গে দুর্গাপুরের একটি স্কুলের কম্পিউটার শিক্ষিকা শতাব্দী মুখোপাধ্যায় বলেন, “আমরা ১০ হাজার টাকার কম বেতন পাই। কাজের কোনও নিশ্চয়তা নেই। চার বছর ধরে কাজ করছি। আমাদেরও বাকিদের মতো সরকারি আওতায় আনা হোক।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
পুজোর মুখে 'খাম ভরো' কর্মসূচি কম্পিউটার শিক্ষকদের
News
পুজোর মুখে 'খাম ভরো' কর্মসূচি কম্পিউটার শিক্ষকদের
:
কিন্তু সমস্যায় রয়েছেন শেষ দুই দফায় নিয়োগপ্রাপ্ত প্রায় ৩৭০০ কম্পিউটার শিক্ষক। তাঁরা প্রায় চার বছর ধরে বিভিন্ন স্কুলে কাজ করলেও এখনও সরকারি সুবিধার বাইরে রয়েছেন।
Published By

আরও খবর

error: Content is protected !!