বিশাল পুলিশ বাহিনী নিয়ে অবশেষে অমরাবতীতে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ নির্মাণ

বিশাল পুলিশ বাহিনী নিয়ে অবশেষে অমরাবতীতে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ নির্মাণ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

হাইকোর্টের নির্দেশে অবশেষে অমরাবতী ডিফেন্স কলোনিতে বেআইনি নির্মাণ ভাঙল পুর নিগম!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের প্রাক্তন সেনাকর্মীদের আবাস ‘অমরাবতী ডিফেন্স কলোনি’তে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তৎকালীন আবাসিক কমিটির নেতৃত্বে বাসিন্দাদের একাংশের আপত্তিতে একাধিকবার চেষ্টার পরেও সেই কাজ শেষ পর্যন্ত করে উঠতে পারেনি দুর্গাপুর পুর নিগম। কিছুদিন আগে নির্বাচনে আবাসিক কমিটি বদল হয়েছে। এরপরেই শুক্রবার পুলিশের বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে পুরসভার আধিকারিকেরা গিয়ে বেআইনি নির্মাণ ভাঙার প্রক্রিয়া শুরু করেছেন। 

জানা গিয়েছে, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে গড়ে ওঠা ওই কলোনিতে অবৈধভাবে গ্যারাজ, স্টোররুম, কমিউনিটি শৌচাগার সহ নানা নির্মাণ কাজ করা হয়েছিল বিগত কমিটির আমলে। সেগুলির জন্য কোনও অনুমোদন নেওয়া হয়নি। প্রতিবাদ জানিয়ে স্থানীয়দের অনেকে আন্দোলন করে হেনস্থার শিকার হন বলে অভিযোগ।  পুর নিগমের তরফে সেই সব নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। ২০২২ সালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্ট সব অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ পালন করতে গিয়ে পুর নিগমের আধিকারিকেরা বাধার মুখে পড়ে ফিরে আসেন। রাস্তা অবরোধও করা হয়। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এরপর ২০২৪ সালে পুর নিগমের পক্ষ থেকে অবৈধ নির্মাণগুলি চিহ্নিত করে দাগ দিয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে পুলিশকে সঙ্গে নিয়ে জেসিবি মেশিন নিয়ে কলোনিতে যান পুর নিগমের আধিকারিকেরা। একে একে ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণগুলি। স্থানীয় বাসিন্দা বাবলু মন্ডল বলেন, “আগের কমিটি বেআইনিভাবে এই সব নির্মাণ করেছিল। আমরা প্রতিবাদ করায় আমাদের বাড়ি ভাঙচুরও করা হয়েছিল। বিগত নির্বাচনে তারা হেরে গিয়েছে। আমরা খুশি যে হাইকোর্টের নির্দেশে পুর নিগম অবশেষে অবৈধ নির্মাণ সব ভেঙে ফেলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Published By
error: Content is protected !!