Coal-Based Energy Technology: কয়লা শিল্পের ভবিষ্যৎ টেকনোলজি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতাসভা হল দুর্গাপুরে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ২২ জুন ২০২৪: কয়লা শিল্পের পরিবেশগত প্রভাব কমানোর জন্য সারা বিশ্বেই নিরন্তর চেষ্টা চলছে। এমন টেকনোলজির সাহায্য নেওয়া হচ্ছে যাতে পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব হ্রাস করা যায়। ভারতেও সেই কাজ চলছে। কোন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, পরিবেশের উপরে কয়লা শিল্পের প্রভাব কতটা, এই বিষয়ে সরকারি দৃষ্টিভঙ্গী কী, কিভাবে পরিবেশ বান্ধব দীর্ঘস্থায়ী ব্যবস্থা গড়ে তোলা যায়- এই সব বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের দৃঢ় ধারণা থাকা জরুরি। কারণ, ভবিষ্যতে তাঁদের অনেকেই সরাসরি বা পরোক্ষ ভাবে কয়লা শিল্পের সঙ্গে যুক্ত হতে পারেন।

এবিষয়ে পড়ুয়াদের অবগত করার জন্য গত ১৮ জুন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ড. বি.সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের (BCREC) অ্যালবার্ট আইনস্টাইন হলে আয়োজন করা হয় ‘Future Trend of Coal-Based Energy Technology in the Indian Context, with a Focus on Environment and Sustainability’ শীর্ষক বক্তৃতার। মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল) এবং ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল) এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) সমীরণ দত্ত। কয়লা শিল্পের সঙ্গে যুক্ত থাকার সুদীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি তাঁর রয়েছে কয়লা-ভিত্তিক টেকনোলজি বিষয়ে সম্যক জ্ঞান। তিনি তাঁর বক্তব্যে মূলত দেশে কয়লা ভিত্তিক শক্তির ( Coal-Based Energy) বর্তমান পরিস্থিতি, পরিবেশগত প্রভাব, সরকারি নীতি ও নিয়ন্ত্রক ব্যবস্থা এবং এবিষয়ে বিশ্বজুড়ে সর্বাধিক স্বীকৃত ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গী সম্পর্কে উপস্থিত পড়ুয়াদের অবহিত করেন।

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, কয়লা আমাদের বৈদ্যুতিক গ্রিড সিস্টেমে বিদ্যুতের স্থায়ী উৎস হিসাবে ভূমিকা নেয়। অন্যদিকে সৌর এবং বায়ুর মতো নবায়নযোগ্য শক্তিগুলি অতিরিক্ত উৎস হিসাবে কাজ করে থাকে। তাই শক্তি উৎপাদনে মূলত কয়লার উপর নির্ভর করা ছাড়া গতি নেই। অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন ড. বি. সি. রায় সোসাইটির সভাপতি ড. সত্যজিৎ বসু, ড. বি. সি. রায় সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈকত মৈত্র, ড. বি. সি. রায় সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, ড. বি.সি. রায় সোসাইটির কোষাধ্যক্ষ জার্নেল সিং সহ কলেজের ফ্যাকাল্টি এবং কর্মীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!