অবশেষে পানাগড়ের দার্জিলিং মোড় এলাকায় জ্বলে উঠল পথবাতি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অবশেষে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার পানাগড়ের দার্জিলিং মোড় এলাকায় প্রায় দু’বছর পর পথবাতি চালু হল কাঁকসার দার্জিলিং মোড় এলাকায়। শনিবার পথবাতির উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ করে পানাগড় গ্রামের একটি হোটেল থেকে দার্জিলিং মোড় পর্যন্ত প্রথম পর্যায়ে এই পথবাতি লাগানো হয়। এদিন সেই পথবাতি চালু হল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি প্রমুখ। কবি দত্ত জানান, পানাগড় বাজারের ভিতরেও পথবাতির কাজ চলছে। সেই কাজ শেষ হলে দ্বিতীয় পর্যায়ে তা চালু করা হবে। এছাড়াও কাছে যেসব জায়গায় পদ বাতি লাগানো আছে কিন্তু জ্বলছে না, সেগুলোও দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

