সুরপরিষদ মিউজিক্যাল অ্যাকাডেমির উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক রবীন্দ্রকাব্য পাঠ দিবস
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ জুলাই ২০২৪: আন্তর্জাতিক রবীন্দ্রকাব্য পাঠ দিবস পালিত হল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে। সুরপরিষদ মিউজিক্যাল অ্যাকেডির উদ্যোগে ৬ জুলাই সন্ধ্যায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা ও অন্যান্য রচনা পাঠ করেন সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়, ডাঃ শর্মিষ্ঠা দাস, রণজিত গুহ, সুদীপা চৌধুরী, তাপসী লাহা, রূপক দাস, মালতী মন্ডল, সূর্য্য মাইতি, দেবাশীষ সরকার প্রমুখ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বুদ্ধদেব সেনগুপ্ত, আনন্দিতা রায়, অশেষ মিত্র, পর্না মুখোপাধ্যায়, বিশ্বায়ন রায় এবং সুর পরিষদ (সম্মেলক) এর সদস্যরা। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, বিশ্বায়ন রায় এবং বিথীন রায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রসূন চট্টোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।