তৃণমূল কর্মীর কাছে লক্ষ টাকা তোলা নিয়েছে আইএনটিটিইউসি নেতা, অভিযোগ ঘিরে সরগরম দুর্গাপুর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দলেরই কর্মীর বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ জুড়ে দেওয়ার জন্য তোলা চাওয়ার অভিযোগ দলের শ্রমিক নেতার বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের এবিএল টাউনশিপের ঘটনা। অভিযোগ, ২০২৪ সালের এপ্রিলে একটি বেসরকারি কারখানার তৎকালীন আইএনটিটিইউসি সাধারণ সম্পাদক রঞ্জিত পন্ডিত বাড়ির বিদ্যুৎ সংযোগ জুড়ে দেওয়ার জন্য দলের কর্মী অভিজিৎ সেনের কাছে ২ লক্ষ টাকা দাবি করে। অভিজিৎ সেনের অভিযোগ, আইএনটিটিইউসি অফিসে গিয়ে তিনি ১ লক্ষ টাকা দিয়ে আসেন। বাকি ১ লক্ষ টাকা চেয়ে রঞ্জিত পন্ডিত বার বার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে থানায় রঞ্জিত পন্ডিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়েছে শাসক দল তৃণমূল।
অভিজিত সেন অভিযোগ করেন, রঞ্জিত পন্ডিতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ আসছিল। তিনি প্রতিবাদ করেছিলেন। সেজন্য রঞ্জিত পন্ডিত ক্ষমতা দেখাতে তাঁর আবাসনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করিয়ে দেয়। ফের বিদ্যুৎ সংযোগ জুড়ে দেওয়ার জন্য সে ২ লক্ষ টাকা দাবি করে। বাড়িতে অন্তঃসত্ত্বা মেয়ে। শাশুড়ি শয্যাশায়ী। তাঁর দাবি, সবার কষ্টের কথা ভেবে তিনি ছেলের বিয়ের জন্য সরিয়ে রাখা ১ লক্ষ টাকা ওই বেসরকারি কারখানার সামনে থাকা আইএনটিটিইউসি অফিসে গিয়ে রঞ্জিত পন্ডিতের হাতে দিয়ে আসেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তাঁর দাবি, দাবি মাফিক বাকি ১ লক্ষ টাকা চেয়ে রঞ্জিত পন্ডিত অভিজিত সেনকে ফোনে বার বার হুমকি দিতে থাকে। উপায় না দেখে তিনি কলকাতায় গিয়ে আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে গিয়ে সব বলেন। তিনি জানান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তিনি রঞ্জিত পন্ডিতের নামে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা রঞ্জিত পন্ডিত যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।
আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য মানস অধিকারী জানান, ঘটনাটি তাঁরা জানেন। পুলিশ আইন মোতাবেক ব্যবস্থা নেবে। শনিবার দুর্গাপুরে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিকা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ করে দলের এক কর্মী ও এক ঠিকাদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান। তার পর দিন এবিএলের এই ঘটনা সামনে আসায় কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “এসব করে কী হবে? ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে তৃণমূলের!” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

