মেজর পার্কে আইএনটিইউসির মিলন মেলা

দুর্গাপুর: রবিবার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে মিলনোৎসবের আয়োজন করা হয়। ডিএসপি টাউনশিপের মেজর পার্কে এই মিলন মেলার আয়োজন করা হয়। ডিএসপির কর্মীরা ছিলেন। এছাড়াও ছিলেন তাঁদের পরিবারের সদস্যরা। সবাই গান, কবিতা পাঠে মেতে ওঠেন। সব মিলিয়ে প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন। ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রজত দিক্ষীত, কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার, সহ সভাপতি রানা সরকার প্রমুখ। প্রতি বছর এই মিলন মেলার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
Highlight

News
মেজর পার্কে আইএনটিইউসির মিলন মেলা
:ডিএসপির কর্মীরা ছিলেন। এছাড়াও ছিলেন তাঁদের পরিবারের সদস্যরা। সবাই গান, কবিতা পাঠে মেতে ওঠেন। সব মিলিয়ে প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন।
Published By
Arpita Majumder
Durgapur Darpan