দুর্গাপুর দর্পণ, ৩০ মে ২০২৪: দিল্লিতে (Delhi) সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৫২.৯ ডিগ্রি! সত্যিই কি তাই? বুধবার উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেশপুরের স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রে এই রেকর্ড ধরা পড়ে। সারা দেশে কখনও তাপমাত্রা এই মাত্রা ছুঁতে পারেনি। স্বাভাবিক ভাবেই মৌসম ভবন দিল্লির তাপমাত্রা নিয়ে চিন্তিত। এই রেকর্ডের সত্যতা যাচাই করার প্রক্রিয়া শুরু করেছে।
দিল্লির তাপমাত্রা কত? আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে মোট ২০টি আবহাওয়া কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৪টিতেই তাপমাত্রার পতন লক্ষ করা গিয়েছে। সব ক’টিতেই গড় তাপমাত্রা ছিল ৪৬-৫০ ডিগ্রির মধ্যে। কিন্তু এর সঙ্গে মুঙ্গেশপুরের কেন্দ্রটির তাপমাত্রার পার্থক্য ভাবাচ্ছে আবহাওয়াবিদদের। তাই সেখানকার পরিমাপ যন্ত্র সঠিক রয়েছে কী না তা পরীক্ষা করে দেখতে তদন্তকারী দল পাঠিয়েছে আবহাওয়া দফতর।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।