দুর্গাপুরে বিজেপির বিক্ষোভে আটকে গেল বিচারকের গাড়ি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিজেপির বিক্ষোভে আটকে গেল অতিরিক্ত জেলা বিচারকের গাড়ি! পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিভিসি মোড়ে শনিবার বিকালে মালদহের ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপি। বিক্ষোভে আটকে যায় দুর্গাপুর আদালতের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারক (২) প্রশান্ত চৌধুরীর গাড়ি। তাঁর নিরাপত্তা রক্ষী নেমে গিয়ে বিচারকের গাড়ি ছেড়ে দেওয়ার আর্জি জানালে বিজেপির প্রাক্তন ২নং মন্ডলের সম্পাদক সুমা সেন দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। নিউ টাউনশিপ থানার পুলিশ বিচারকের গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে দেন বিজেপি কর্মীরা। এই পরিস্থিতিতে পড়ে পিছন ফিরতে বাধ্য হয় বিচারকের গাড়ি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এদিনের বিক্ষোভের নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। টায়ার জ্বেলে রাস্তা অবরোধ করা হয়। তিনি বলেন, “পুলিশ, তৃণমূল, গুন্ডা এক হয়ে গিয়েছে। তাই রাজ্যে খুন ধর্ষণের ঘটনা ঘটছে। বিজেপি চুরি পরে বসে থাকবে না। আমরাও রাস্তায় নেমেছি, অস্ত্র তুলে নেব।” পাল্টা হুঁশিয়ারি দিয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “যদি বুকের পাটা থাকে তাহলে নিরাপত্তা রক্ষীদের রেখে এসে আন্দোলন করবেন। তারপর দেখা যাবে আপনারা কোথায় থাকেন। একজন বিধায়ক হয়ে বিচারকের গাড়ি ঘুরিয়ে দিলেন। বিহার, উত্তরপ্রদেশের মতো কান্ড বাংলায় ঘটাতে চাইছে। অস্ত্র রাখার নিদান দিয়ে শান্ত সমাজকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে নামব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
