‘কথা ও কবিতা’র ২৫ তম বর্ষপূর্তি উৎসবে জমজমাট অনুষ্ঠান

‘কথা ও কবিতা’র ২৫ তম বর্ষপূর্তি উৎসবে জমজমাট অনুষ্ঠান
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বাচিক শিল্পচর্চা কেন্দ্র কথা ও কবিতার ২৫ তম বর্ষপূর্তি উৎসব পালিত হল সম্প্রতি। সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে বাচিক শিল্পী মিতা চৌধুরীর অধীনে প্রশিক্ষণ প্রাপ্ত দেড়শোর বেশি বিভিন্ন বয়সী শিল্পী নানা স্বাদের আবৃত্তি পরিবেশন করে। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই অনুষ্ঠান। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এই অনুষ্ঠানে সংস্কৃতি জগতের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুণী শিল্পীদের সম্মাননা জ্ঞাপন করা হয়। তেমন ২৫ জন হলেন বাচিক শিল্পী রত্না মিত্র, বিপ্লব মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, কাকলি রায়, সুজিত চৌধুরী, বরুণ রায়, হৃদয় সাই, প্রসুন চট্টোপাধ্যায়, সঙ্গীত  শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, অলোকনাথ চৌধুরী, রুমা দাস, আনন্দিতা রায়, নৃত্যশিল্পী শিপ্রা মিত্র, নির্মল নাগ, মনীষা ভট্টাচার্য, মন্দিরা পালচৌধুরী, নাট্য ব্যক্তিত্ব দীপক দেব, সব্যসাচী বিশ্বাস, শ্যামল বিশ্বাস, কবি অনিরুদ্ধ রায়চৌধুরী, দিশারী মুখোপাধ্যায়, তবলা শিল্পী শঙ্কর ঘোষ, চিকিৎসক ড. দীপান্বিতা সেন, ড. রুনু মুখোপাধ্যায়, ড. শর্মিষ্ঠা দাস প্রমুখ। অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন কথা ও কবিতার কর্ণধার মিতা চৌধুরী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

 

error: Content is protected !!