দুর্গাপুর দর্পণ, ৪ জুন ২০২৪: ছেঁড়া চপ্পল পরেই ছক্কা মেরে দিলীপ ঘোষকে উড়িয়ে দিলেন কীর্তি আজাদ। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ১লাখ ৪০হাজার ৯৯৯ ভোটে হারিয়ে দিলেন কীর্তি। প্রচারে বরাবর তাঁকে দেখা গিয়েছে, দামি জুতো বা স্নিকার নয়, চপ্পল পরে গ্রামের পর গ্রাম চষে বেড়িয়েছেন তিনি। সেই চপ্পলও আবার সেলাই করা। কার্যত ছেঁড়া চপ্পলেই বাজিমাত করলেন তিনি।
মিছিলে, জনসভায়, পদযাত্রায় সেই চপ্পল পরেই তাঁকে দেখা গিয়েছে। কীর্তি আজাদ শুরু থেকেই বলতেন, দিলীপ ঘোষকে আউট করে মেদিনীপুরে পাঠিয়ে দেবেন। শেষ পর্যন্ত দিলীপকে হারিয়ে বিজেপির দখলে থাকা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র ছিনিয়ে নিলেন তিনি। গণনা কেন্দ্র থেকে বেরিয়ে কীর্তি বলেন, “জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন নানা সামাজিক প্রকল্পের মাধ্যমে। আর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধোঁকা দিয়েছেন। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া পাঁচ বছরে কোনও কাজ করেননি।”
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।