খাদি মন্ত্রকের সেলাই মেশিন দেওয়া হল বিজেপি বিধায়কের কার্যালয় থেকে, বিতর্ক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: খাদি মন্ত্রকের সেলাই মেশিন দেওয়া হল বিজেপি বিধায়কের কার্যালয় থেকে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বুধবার ১৫ জন দুঃস্থ মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয় ৫৪ ফুট রোড সংলগ্ন ক্ষুদিরাম মাঠে বিধায়ক বিজেপি লক্ষ্মণ ঘোড়ুইয়ের কার্যালয়ে। উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দত্ত, যুব মোর্চা নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় প্রমুখ। বিধায়ক জানান, প্রান্তিক এলাকার দুঃস্থ মহিলাদের আত্মনির্ভর করতে কেন্দ্রীয় খাদি মন্ত্রক সেলাইয়ের প্রশিক্ষণ দিয়ে ওই মহিলাদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দিয়েছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “বিজেপি বিধায়ক, বিজেপি নেতারা কেন্দ্রীয় প্রকল্পের সেলাই মেশিন তুলে দিচ্ছেন। সেখানে খাদি মন্ত্রকের কোনও আধিকারিক নেই। বেছে বেছে বিজেপি কর্মী, সমর্থকদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। বিজেপি মুখে বলে দেশের বিকাশ চায়। আসলে দলের কর্মীদের বিকাশ চায়।” যদিও বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “তৃণমূল হল মুর্খের দল। দলবাজি করা ওদের সংস্কৃতি। বিজেপির নয়। খাদি মন্ত্রকের দেওয়া তালিকা ধরে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে ১৫ জন দুঃস্থ মহিলার হাতে সেলাই মেশিন দেওয়া হয়েছে।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

