দুর্গাপুরে লহরী আয়োজিত ভ্রাম্যমান কবি প্রণাম

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের সাংস্কৃতিক সংস্থা ‘লহরী’ ২৫শে বৈশাখ সকালে আয়োজন করেছিল প্রভাত ফেরী এবং ভ্রাম্যমান রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের। ডিএসপি টাউনশিপের ‘সম্পর্ক’ ভবন থেকে শুরু হওয়া ওই অনুষ্ঠান বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় ভাষা শহীদ স্মারক উদ্যানে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সমীর দাসের ধারা বিবরণীর মাধ্যমে সঞ্চালনা, শ্রুতি মুখোপাধ্যায়ের নৃত্য, শ্রীরূপা ও অন্যান্য শিল্পীর সঙ্গীত, তিমির বিশ্বাস, বিকাশ নিয়োগী প্রমুখের আবৃত্তি উপভোগ করেন পথচলতি মানুষজন। ভ্রাম্যমান অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত। সঙ্গে ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের সুপরিচিত নেতৃত্ব সীমান্ত তরফদার ,আশিসতরু চক্রবর্তী, কানাই বিশ্বাস সহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। (BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

