অন্ডালের কাজোড়ায় ধস বাড়ছে, স্কুলের পরে এবার তলিয়ে গেল বাড়ি-গাড়ি!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডালের কাজোড়ার অজির বাগানে ধস বাড়ছে। স্কুলের পরে এবার তলিয়ে গেল বাড়ি-গাড়ি! গোটা এলাকা ব্যারিকেড করে রেখেছে ইসিএল। ইসিএলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকাবাসী। তাঁদের বক্তব্য, মাঝে মাঝেই এলাকায় ধস নামে। কয়লা তোলার পরে বালি ভরাট করার কাজ ঠিক করে করে না ইসিএল। তাই এভাবে ধস নামছে বলে অভিযোগ তাঁদের।
মঙ্গলবার বিকেলে আচমকা এলাকার একটি ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলে ফাটল দেখতে পান স্থানীয়রা। কিছুক্ষণ পর ধীরে ধীরে মাটির নিচে চলে যায় স্কুলটি। খবর পেয়ে পৌঁছান ইসিএল কর্তৃপক্ষ। ব্যারিকেড করে দিয়ে যায় গোটা এলাকা। ধস কবলিত এলাকায় থাকতেও নিষেধ করা হয়। রাতে ফের স্কুলের পাশের একটি বাড়ি মাটির নিচে তলিয়ে যেতে শুরু করে। সেই বাড়িতে থাকা আসবাবপত্র, বাইক, গাড়িও তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। অসহায় অবস্থায় দেখছেন স্থানীয়রা। কিছুই করতে পারছেন না।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বুধবার সকালে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। মহম্মদ আজির উদ্দিন নামে এক বাসিন্দা বলেন, “মঙ্গলবার স্কুল তলিয়ে যেতে শুরু করে। আমরা আতঙ্কিত হয়ে পড়ি। রাতে আমাদের বাড়ি, গাড়ি, আসবাবপত্র সব ধসের কবলে চলে গেল। ইসিএলের তরফে আগাম কোনও সতর্কতাও ছিল না। আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। প্রশাসনের কেউ আসেনি।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলটিতে আজ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কাজোরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বিজয় অধিকারী বলেন, “ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির জেরে এই ধরণের ঘটনা বারে বারে ঘটছে। দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক কর্তৃপক্ষ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
