পানাগড়ে রেলগেটে বিকল হয়ে গেল লরি, তারপর?
পানাগড়: পানাগড়ের বিরুডিহা রেল গেটে বিকল হয়ে গেল ইটের লরি। রেলগেটের উপর দিয়ে যাওয়ার সময় আচমকা আটকে যায় লরিটি। বন্ধ হয়ে গেল দিল্লিগামী লাইন। দাঁড়িয়ে গেল ট্রেন, মালগাড়ি। এমন পরিস্থিতি চলে প্রায় ১ ঘন্টা ধরে। বহু চেষ্টার পরে শেষ পর্যন্ত লরিটিকে লাইন থেকে সরানো সম্ভব হয়। হাঁফ ছেড়ে বাঁচেন সবাই। ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সোমবার সকালের ঘটনা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

পানাগড়ে রেলগেটে বিকল হয়ে গেল লরি, তারপর?
পানাগড়ের বিরুডিহা রেল গেটে বিকল হয়ে গেল ইটের লরি। বন্ধ হয়ে গেল দিল্লিগামী লাইন। দাঁড়িয়ে গেল ট্রেন, মালগাড়ি। এমন পরিস্থিতি চলে প্রায় ১ ঘন্টা ধরে।
Published By
Arpita Majumder
DURGAPUR DARPAN