দুর্গাপুর: ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিবাহিত ‘প্রেমিক’! পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ঘটনা। বেনাচিতির একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দিব্যেন্দু ভট্টাচার্যকে। তার বাড়ি কাঁকসা থানার বামুনাড়া। তরুণীর অভিযোগ, দেড় বছর ধরে প্রণয়ের সম্পর্ক থাকার পর তিনি জানতে পারেন, প্রেমিক বিবাহিত। সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলে ব্ল্যাকমেল করা শুরু হয়। বিভিন্ন হোটেলে ডেকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করত সে। শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেন তরুণী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিব্যেন্দুর সঙ্গে কলকাতায় ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন ওই মহিলা। সেখান থেকেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। দিব্যেন্দু দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে রেখে দিয়েছিল। মাস ছয়েক আগে তরুণী জানতে পারেন, দিব্যেন্দু বিবাহিত। তারপর থেকেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন তিনি। তরুণীর অভিযোগ, মোবাইলের ছবি ও ভিডিও দেখিয়ে তাঁকে জোর করে হোটেলে ডেকে শারীরিক সম্পর্কে বাধ্য করত দিব্যেন্দু।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
মঙ্গলবার রাতে বেনাচিতির ওই হোটেলে মোবাইলের ছবি ও ভিডিও মুছে দেওয়ার নাম করে ওই মহিলাকে ফের ডাকে দিব্যেন্দু। এই নিয়েই দুজনের মধ্যে চরম বচসা হয়। ধস্তাধস্তিও হয় দুজনের মধ্যে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপর বুধবার তরুণী দুর্গাপুর থানায় দিব্যেন্দুর নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। বুধবার রাতে অভিযুক্তকে ওই হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।