কাশ্মীরে জঙ্গিহানায় মৃত প্রাক্তন ছাত্র বিতানের স্মরণ সভা হল ড. বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে

কাশ্মীরে জঙ্গিহানায় মৃত প্রাক্তন ছাত্র বিতানের স্মরণ সভা হল ড. বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গীদের গুলিতে নিহত হন বিতান অধিকারী। তিনি পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ড. বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করেছিলেন। দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাথমিক বিদ্যালয় এবং তারপর শিবাজী রোড বয়েজ স্কুলে পড়াশোনা বিতানের। এরপর ইঞ্জিনিয়ারিং পড়েন ড. বি. সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে। ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। ২০০৮ সালে পড়াশোনা শেষে তিনি চাকরি নিয়ে কলকাতা চলে যান। 

বুধবার কলেজে বিতানের স্মরণ সভার আয়োজন করা হয়। কলেজের তরফে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন কলেজের সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নেল সিং, অধ্যক্ষ সঞ্জয় এস পাওয়ার সহ কলেজের অধ্যাপকরা। তাঁর স্মৃতিতে নীরবতা পালন করা হয়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান সুশান্ত দত্ত বলেন, “বিতানের এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। খুব কষ্ট হচ্ছে। কাশ্মীরের নিরাপত্তা কেন সরকার নিশ্চিত করতে পারছে না, যেখানে হাজার হাজার পর্যটক যাচ্ছে?”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

কলেজের সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য বলেন, “কাশ্মীরে যে নারকীয় ঘটনা ঘটল তা মানা যায় না। আমাদের কলেজের প্রাক্তন ছাত্র তার সন্তান ও স্ত্রীকে নিয়ে গিয়েছিল বেড়াতে। তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বিতানকে এভাবে হারাতে হবে কেন? এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া দরকার স্বরাষ্ট্র মন্ত্রকের। ” প্রসঙ্গত, বিতানের বাবা বীরেশ্বর অধিকারী দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ছিলেন। থাকতেন দুর্গাপুরের এ-জোনের ২০/২৮ সেকেন্ডারি রোডে ডিএসপির কোয়ার্টার্সে। বর্তমানে কলকাতার বৈষ্ণবঘাটায় থাকেন বিতানের বাবা-মা। বিতান কর্মসূত্রে থাকতেন আমেরিকার ফ্লোরিডায়। দেশে ফিরে স্ত্রী ও ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। ফিরলেন কফিনবন্দি হয়ে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

আরও পড়ুন: একটি মাত্র কুপুত্র সমগ্ৰ কুলকে ধ্বংস করতে পারে…

কাশ্মীরে জঙ্গিহানায় মৃত প্রাক্তন ছাত্র বিতানের স্মরণ সভা হল ড. বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে
কাশ্মীরে জঙ্গিহানায় মৃত প্রাক্তন ছাত্র বিতানের স্মরণ সভা হল ড. বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে
কলেজের সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য বলেন, "কাশ্মীরে যে নারকীয় ঘটনা ঘটল তা মানা যায় না। আমাদের কলেজের প্রাক্তন ছাত্র তার সন্তান ও স্ত্রীকে নিয়ে গিয়েছিল বেড়াতে। তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বিতানকে এভাবে হারাতে হবে কেন? এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া দরকার স্বরাষ্ট্র মন্ত্রকের।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!