দুর্গাপুর দর্পণ, ৪ জুন ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডালের শ্যামসুন্দরপুরে বজ্রপাতে এক খনি কর্মীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও ২ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত খনি কর্মীর নাম মুরলী রায় (৫৮)। বাঁকোলা এরিয়ার তিলাবনি কোলিয়ারির কর্মী ছিলেন। বাড়ি শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায়।
মঙ্গলবার দুপুরের পর কালো মেঘে ঢাকা যায় খনি অঞ্চলের আকাশ। বিকেল হতেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। সেই সময় পাণ্ডবেশ্বরের শ্যামসুন্দরপুরে ফাঁকা জায়গায় ছিলেন খনি কর্মী মুরলি রায় সহ তিন জন। বজ্রপাতে গুরুতর জখম হন মুরলি সহ তিনজন। তিনজনকেই অন্ডালের উখড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মুরলীকে মৃত বলে ঘোষণা করেন।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।