অন্ডাল: ওভারলোড কয়লা ভর্তি মালগড়িতে উঠে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক খনি কর্মীর মৃত্যু হয়েছে। অন্ডালের খাস কাজোড়া কোলিয়ারির ঘটনা। মৃত খনি কর্মীর নাম কুরতিও ভুঁইয়া (৫৫)। উড়িষ্যার গঞ্জাম জেলার বাসিন্দা। অন্ডালের মারোয়ারি পট্টি এলাকায় থাকতেন। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন মৃতের সহকর্মীরা। জানা গিয়েছে, ওভারলোড কয়লা ভর্তি একটি মালগাড়িকে অন্ডালের খাস কাজোড়া কোলিয়ারিতে থামান ইসিএল কর্তৃপক্ষ। খনি শ্রমিকদের পাঠানো হয় মালগাড়িতে উঠে ওভারলোড কয়লা খালি করতে। তখনই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় কুরতিও ভুঁইয়ার।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এরপরেই খনি শ্রমিকেরা মৃতের ছেলেকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণের দাবি জানাতে থাকেন। কর্তৃপক্ষ সেই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল পাঠায় পুলিশ। প্রতিবেশী সরণ কুমার পাশওয়ান বলেন, “যখনই খনি শ্রমিকদের কয়লা ভর্তি মাল গাড়ির উপর চাপানো হয় তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় রেল। এবার কেন বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে চাপানো হলো তা বুঝে উঠতে পারছি না। সম্পূর্ণ রেলের আর ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি। আমরা ক্ষতিপূরণ ও মৃতের পরিবারের ১মজনের চাকরির দাবি করেছি।” ইসিএলের এক আধিকারিক বলেন, “রেল বলতে পারবে কী কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি। আমাদের তরফ থেকে মৃত শ্রমিকের পরিবারকে সব রকম সহযোগিতা করা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।