১১৪ বছরে মৃত হারাধন সাহাকে শ্রদ্ধা জানাতে গেলেন মন্ত্রী প্রদীপ মজুমদার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ মার্চ ২০২৪: বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার সরস্বতী গঞ্জের প্রবীণ বাসিন্দা ১১৪ বছরের হারাধন সাহার মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস ধরেই বার্ধক্য জনিত সমস্যা বাড়ছিল। বুধবার সন্ধ্যা ৭টা ৫মিনিটে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকের ছায়া নেমে আসে এলাকায়।

তিনি ২০১৯ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে বুথে গিয়ে ভোট দিয়ে আসতেন। ভোটার কার্ড হিসাবে তাঁর বয়স ১০৫ বছর। কিন্তু পরিবারের দাবি তাঁর বয়স ১১৪ বছর। নাতি নিত্যানন্দের হাত ধরে শেষবার পাড়ার প্রাথমিক স্কুলের বুথে ভোট দিতে গিয়েছিলেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে আর বুথে যেতে পারেননি। ভোট দেন পোস্টাল ব্যালটে। তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে ফের তিনি সশরীরে পৌঁছে গিয়েছিলেন বুথে।তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘ওদের পরিবারের সাথে আমাদের ভালো সম্পর্ক। উনি আমাদের খোঁজ রাখতেন। ওনার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!