দুর্গাপুর: শনিবার বাঁকুড়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর স্টেশনে নামেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বাংলাদেশের পরিস্থিতির প্রতিবাদে শুভেন্দু অধিকারীর পেট্রাপোল সীমান্ত বন্ধের হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, “ও কে? ওর কথায় আমাদের রাজ্য চলে না কী?” মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর প্রসঙ্গে তিনি বলেন, “শোকজের জবাব পেয়েছি। ফিরে গিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকব। সর্বোচ্চ নেত্রীর সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বাংলাদেশ রাষ্ট্রীয় ইস্যু। কেন্দ্র যা করার করবে। ভারতের একজন নাগরিক হিসাবে বলতে পারি কোনও দেশেই সংখ্যালঘুদের উপর অত্যাচার হোক চাই না। এটা অমানবিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই প্রসঙ্গে দিল্লী যা সিদ্ধান্ত নেবে আমরা তা সমর্থন করব।” কলকাতায় বিএনপি নেতা জাল পরিচয়পত্র সমেত পুলিশের হাতে ধরা পড়া প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,” পাসপোর্ট ভিসা পায় কী করে? এটা কেন্দ্রের ব্যাপার। জাল নথি তৈরি করলে আমরা কী করব? পুলিশ ধরেছে তো।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।