দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৮ এপ্রিল ২০২৪: রামনবমীর শোভাযাত্রায় ইটবৃষ্টি। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জখম হন অন্তত ৪ জন। ঘটনাস্থলে যান মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। সকাল ছটা পর্যন্ত চলে রাজ্য সড়ক অবরোধ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
জানা গিয়েছে, বুধবার রাতে এগরার কলেজ মোড় দিয়ে রামনবমীর শোভাযাত্রা যাওয়ার সময় মিছিলে ইঁট, পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। অভিযোগ, পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায়। মিছিল থেকে ৪ জনকে আটক করে পুলিশ। দুষ্কৃতীদের আটক না করে কেন মিছিলকারীদের পুলিশ আটক করেছে, এই প্রশ্ন তুলে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে রাতভর বেলদা-কাঁথি রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।